Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীর বালিকা বিদ্যালয়ের পিয়নকে কুপিয়ে হত্যা


৩১ মে ২০১৯ ০৯:২২

ফেনী: ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মো. শফি উল্লাহকে (৫৫) কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ মে) রাতে সাড়ে ৯টার দিকে শহরের গাজী ক্রসরোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন মো. শফি উল্লাহ। গত কয়েকদিন আগে ছেলের সঙ্গে রাজধানী ঢাকায় চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার ফেনীতে আসেন। রাত ৯টার দিকে তার সঙ্গে থাকা রুমমেট (রাজমিস্ত্রি) নামাজ শেষ করে বাসায় ফিরে মো. শফি উল্লাহর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ফেনী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ পিয়নের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমএইচ

কুপিয়ে হত্যা বিদ্যালয়ের পিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর