Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে সড়কে যানজটের আশংকা নেই: কাদের


৩১ মে ২০১৯ ১২:৩২

ঢাকা: ঈদে সড়কে যানজটের তেমন আশংকা নেই বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এবারের মত ভালো রাস্তা এর আগে কখনো ছিল না। ঈদযাত্রা শুরু হলেও এখন পর্যন্ত যানজটের কোনো বিষয় আসেনি।’

শুক্রবার (৩১ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে কাউন্টার ঘুরে দেখে ও যাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাই, রাস্তাঘাটে চাঁদাবাজির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা অবগত আছেন এবং কোনো চালক যেনো নিয়ম বহির্ভুত ভাবে গাড়ি না চালান সেদিকে খেয়াল রাখতে হবে।’

চোখে ঘুম নিয়ে গাড়ি চালকরা যেনো গাড়ি না চালায় সেজন্য মালিকদের খেয়াল রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআরটিএ নির্ধারিত মূল্যেই ভাড়া আদায় হচ্ছে। তবে, সুনির্দিষ্ট যদি কারো ব্যাপারে অভিযোগ আসলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসি গাড়িতে ভাড়ার কোনো নির্দিষ্ট চার্ট নাই সাংবাদিকরা এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিআরটিএ চেয়ারম্যানকে অতিসত্বর ভাড়ার তালিকা করার নির্দেশ দিয়ে বলেন, এভাবে ফ্রি স্টাইলেতো গাড়ি চলতে পারে না।

সারাবাংলা/এজেডকে/জেএএম

ঈদ কাদের যানজট

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর