শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ দিতে পিপলএনটেক ও ইউএসটিসি’র চুক্তি
৩১ মে ২০১৯ ১৩:৪৮
যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি), চট্টগ্রাম-এর মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইউএসটিস’র শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ দিবে পিপলএনটেক।
স্থানীয় সময় বুধবার (২৯ মে) নিউ ইয়র্কের পিপলএনটেক ক্যাম্পাসে এই চুক্তি সম্পন্ন হয়। পিপলএনটেকে’র পক্ষে প্রতিষ্ঠানটির সিইও আবু বকর হানিফ ও ইউএসটিসি’র পক্ষে সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
পিপলএনটেক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যা তাদের পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধি করবে ও লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
প্রসঙ্গত, পিপলএনটেক যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, ভারত এমনকি বাংলাদেশেও ট্রেনিং সেবা দিয়ে থাকে।
সারাবাংলা/ এনএইচ