Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনে কখনো সিগারেটে একটি টানও দেইনি: তথ্যমন্ত্রী


৩১ মে ২০১৯ ১৭:৪২

ঢাকা: জীবনে কখনও ধূমপান করেননি, এমনকি সিগারেটে কখনও একটি টানও দেননি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাবার সঙ্গে ওয়াদা করে আমি কখনই ধূমপান করিনি। আমার জীবনে ধূমপানের অভিজ্ঞতা নেই।’

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৯’ উপলক্ষে মাদক ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার যখন ৭ বছর বয়স, তখন আমার মা ক্যান্সারে মারা যান। আমার বাবা ছিলেন উকিল, তিনি প্রচুর ধূমপান করতেন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে গেলে, ডাক্তার বাবাকে জানান এভাবে ধূমপান করলে উনারও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এরপর তিনি ধূমপান ছেড়ে দেন। আর আমাকে ডেকে ওয়াদা করান যেনো আমি কখনোই ধূমপান না করি। বাবাকে দেওয়া ওয়াদা রাখতেই আমি কখনো সিগারেটে একটি টানও দেইনি।’

ধূমপান একটি মারাত্মক নেশা মন্তব্য করে তিনি বলেন, ‘আমার বন্ধুরা অনেক চেষ্টা করেছে আমাকে ধূমপান করাতে। কিন্তু আমি কখনও একটা টান দিতে রাজি হইনি। কারণ এক টান দিলেই দুই টান দিতে হবে, এভাবে আস্তে আস্তে আমি পুরোপুরি ধূমপায়ী হয়ে যেতে পারতাম।’

তামাকের বিরুদ্ধে অবস্থান নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করা হবে। আর এটা বাস্তবায়ন করতে তরুণদেরও এগিয়ে আসতে হবে। তাদের সচেতনতা ও তামাকের বিরুদ্ধে অবস্থানই দেশকে তামাকমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’

জিয়াউর রহমান দেশকে মাদকের অভয়ারণ্য বানিয়েছিলো: তথ্যমন্ত্রী

মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ কুমার রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়য়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন ও সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। আলোচনা সভায় আরও অংশ নেন গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং ধানমন্ডি গভর্মেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম/এমও

তথ্যমন্ত্রী তামাকমুক্ত দিবস ধূমপান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর