Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্জিনিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২, আহত ৫


১ জুন ২০১৯ ০৫:৩৬

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (৩১ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ  আরও জানিয়েছে, হামলাকারী যেখানে নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে, দীর্ঘদিন ধরেই সে ওই ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল ভবনে চাকরি করতো। এ ঘটনায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছে। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

এছাড়া বন্দুকধারীর হামলায় আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন।

পুলিশ প্রধান জেমস কারভেরা বলেন, হামলাকারী পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু পুলিশ পাল্টা গুলি ছুড়লে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভার্জিনিয়া গভর্নর র‌্যালফ নর্থাম বলেন, ‘এটা ভার্জিনিয়া বিচ ও আমাদের জনগণের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভয়াবহ এই হামলায় নিহত ও তাদের পরিবারের জন্য আমি অত্যন্ত শোকাহত। আমি এখন ভার্জিনিয়ার পথে, আশা করি ঘণ্টা খানেকের মধ্যে সেখানে পৌঁছে যাবো।

ভার্জিনিয়া বিচ মেয়র ববি ডায়ার বলেন, ‘এই শহরের ইতিহাসে এটা সবচেয়ে ভয়ংকর একটি দিন।’

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, এফবিআই সদস্যরা ঘটনা স্থলে রয়েছেন এবং এ ঘটনার তদন্ত করতে তারা স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর