Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে খুন করে গুমের চেষ্টা, রোহিঙ্গা যুবক গ্রেফতার


১ জুন ২০১৯ ২২:৪০ | আপডেট: ১ জুন ২০১৯ ২৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: অপহরণের পর ১০ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে খুন করে লাশ গুম করে রাখার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ। গ্রেফতারের পর রোহিঙ্গা যুবকের তথ্য অনুযায়ী পাহাড়ের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ জুন) সন্ধ্যার দিকে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার গভীর জঙ্গল থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার কক্সবাজার জেলার রামু থেকে রহিম উল্লাহ (৩০) নামে ওই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।

খুনের শিকার মো. রিয়াজ (১০) চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি গ্রামের মো. জকরিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন সারাবাংলাকে জানান, ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গা যুবক রহিম তার পরিবার নিয়ে কক্সবাজার দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের এক আত্মীয় এর আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে ধোপাছড়ি এলাকায় বসতি গড়ে তোলে। রহিম ও তার পরিবার কক্সবাজারে ক্যাম্পে না থেকে গোপনে ধোপাছড়ি এলাকায় এসে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়।

তিনি বলেন, ‘গত মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন তার বাবা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করে। ওইদিনই তার বাবার মোবাইলে একজন ফোন করে ছেলেকে মুক্তি দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করে। ওই ফোনকলের সূত্র ধরে রহিমকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে জানায়, রিয়াজকে অপহরণ করে সে ধোপাছড়ি জঙ্গলে নিয়ে গিয়েছিল। যেদিন অপহরণ করা হয়, সেদিন রাতেই তাকে শ্বাসরোধ করে খুন করে জঙ্গলে ফেলে রাখা হয়। পরে আবার টাকার জন্য রিয়াজের বাবাকে ফোন দেয়।’

এসআই মোজাম্মেল বলেন, ‘স্বভাবগতভাবেই উগ্র রোহিঙ্গা যুবক রহিম এই অপরাধে জড়িয়েছে। শুধুমাত্র টাকার জন্য সে শিশুটিকে অপহরণ করেছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে।’ কিন্তু নিজের উগ্র স্বভাবের কারণে সে আর শিশুটিকে বাঁচিয়ে রাখেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমও

রোহিঙ্গা রোহিঙ্গা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর