পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
২ জুন ২০১৯ ১০:৪৪
ঢাকা: পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ দোয়া করেন।
শনিবার (১ জুন) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টায় ওমরাহ পালন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় বিকেলে চারদিনের সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেন প্রধানমন্ত্রী। এসময় সৌদি সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়। ওআইসি সম্মেলন শেষে ওমরাহ পালন করেন তিনি।
রোববার (২ জুন) সকালে প্রধানমন্ত্রী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে মদিনা যাবেন। এরপর ৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কি যাবেন।
১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
সারাবাংলা/এনআর/এসএমএন