একদিনেই টেকনাফে ১৪ লাখ ইয়াবা উদ্ধার
২ জুন ২০১৯ ১৪:১৫
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে প্রায় সাড়ে ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
রোববার (২ জুন) ভোরে জাদিমুরা ও দমদমিয়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সাল হাসান খান জানান, ভোরে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা’র নাফ নদীর তীর থেকে ৯ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় আরে অভিযানে দমদমিয়া’র নাফ নদীর তীর থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৪০ হাজার ইয়াবা।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এসব অভিযান চালায় বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি বলেন, দুটি স্থানেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইয়াবা পাচারকারীরা। তবে মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে বিজিবি সদস্যরা দিন-রাত অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
সারাবাংলা/এসএমএন