Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃস্পতিবার এসএসসিতে বসছে ২০ লাখ পরীক্ষার্থী


৩১ জানুয়ারি ২০১৮ ১৫:০৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:৩০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:   এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এদিন সকাল ১০টায় পরীক্ষার হলে বসছেন মোট ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী। সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সচিবালয়ের নিজ দপ্তরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, এবার মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৫৫১ টি। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী বেড়েছে ২ লাখ  ৪৫ হাজার ২৮৬ জন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বৃহস্পতিবার থেকে সকাল ১০টায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখার বিষয়ে এরইমধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ড-বিটিআরসির সঙ্গে কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা বলেছেন অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসময় শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো ক্ষতিকর কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সারাবাংলা/জিএস/এমএস/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর