Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে ৩ জনের মৃত্যু


২ জুন ২০১৯ ১৪:৪৯

নওগাঁ: নওগাঁর বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে।

রবিবার (২ জুন) দুপুরে আলাদা স্থানে এসব ঘটনা ঘটে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম জানান, চুটু (৫০) নামে এক ব্যক্তি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে ধান কাটার জন্য সাপাহার এসেছিলেন। দুপুরে উপজেলার কলমুডাঙ্গা এলাকার একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, উপজেলার নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলী (৪৫) বাড়ি পাশে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এছাড়া মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার বাখরাবাদ গ্রামের বাড়ির বারান্দায় খেলা করছিল নাদির নামে ১২ বছরের এক শিশু। এসময় বজ্রপাত হলে সে মারা যায়।

সারাবাংলা/এসএমএন

বজ্রপাত বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর