Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা পেলেই জঙ্গিদের জামিন নেবেন না: আইনজীবীদের র‌্যাব ডিজি


২ জুন ২০১৯ ১৫:৪১

ঢাকা: টাকা পেলেই জঙ্গিদের আইনি সহায়তা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর ৫১২ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু আইনজীবীদের সহায়তায় ৩শ জন জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন। আইনজীবীরা অনেক সুন্দর সুন্দর মুচলেকা দিয়ে জঙ্গিদের জামিন করলেও এখন আর তাদের আদালতে হাজির করাতে পারছেন না।’

বিজ্ঞাপন

রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইনজীবীদের উদ্দেশে র‌্যাব ডিজি আরও বলেন, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা দেশব্যাপী সংগঠিত হয়ে আন্দোলন করবেন। তাই, তাদের প্রতি অনুরোধ, টাকা পেলেই জঙ্গিদের জন্য জামিন আবেদন করবেন না। পলাতক জঙ্গিরা এখন থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এইসব জঙ্গিদের আইনি সহায়তা দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।’

বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে দেশের সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ে করে র‌্যাবও যথেষ্ট তৎপর রয়েছে বলে জানিয়েছেন বেনজীর আহমেদ।

জঙ্গিবাদের বিষয়ে শঙ্কা জানিয়ে র‍্যাব ডিজি বলেন, ‘জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলেও মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, যদিও বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। নিজস্ব ইন্টেলিজেন্স ও অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সমন্বয় করে র‌্যাব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব প্রস্তুত। তবে, জননিরাপত্তাহীনতার মতো কোনো হুমকি নেই।’

বিজ্ঞাপন

এদিকে, ঈদযাত্রা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, ‘এবারের ঈদযাত্রা নিরাপদ করতে র‌্যাব কাজ করছে। অপরাধীদের পেছনে গোয়েন্দা জাল বিস্তৃত করা হয়েছে। অপরাধ করলে কেউ পার পাবে না। ঈদে পুরো রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্থানে ১৫ ক্যাম্প ও ২৪টি মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার তথ্য পেলে সেটি দমনে র‌্যাব প্রস্তুত রয়েছে।’

সারাবাংলা/এসএইচ/জেএএম

আইনজীবি জঙ্গি র‌্যাব ডিজি

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর