শিডিউলে আনা যাবে না বিপর্যয়ে পড়া তিনটি ট্রেনকে
২ জুন ২০১৯ ১৬:৩৯
ঢাকা: শিডিউল বিপর্যয়ে পড়া তিনটি ট্রেনকে ঈদের আগে আর শিডিউলে ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
রোববার (২ জুন) সকালে ১১টায় মন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান। সেখানে তিনি এসব কথা বলেন।
তবে সারাদেশের ৫৫টি ট্রেনের মধ্যে মাত্র তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয়কে তার কাছে বেশি মনে হয়নি বলেও জানান তিনি।
রোববার সকালে ধূমকেতু, সুন্দরবন, নীলসাগার এক্সপ্রেস ট্রেন বিলম্ব করেছে। এর মধ্যে নীলসাগার প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মন্ত্রী জানান, এ অবস্থায় ট্রেনকে আগামী দুদিনের মধ্যে আর শিডিউলে ফিরিয়ে আনা যাবে না।
মন্ত্রী আরও বলেন, দেরি করা ট্রেন তিনটির বিকল্প কোচ ও ইঞ্জিন নেই। যে কারণে এই মুহূতে আর শিডিউল ঠিক রাখা যাবে না। তবে অন্যান্য সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। সারাদিনে ৫৫টি ট্রেন আসা-যাওয়া করবে। এছাড়া সারাদিনে ৩৭টি নিয়মিত ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা।
কমলাপুর রেলওয়ে স্টেশন কতৃপক্ষ মনে করছে, কাল সবচেয়ে বেশি চাপ যাবে। এদিন বাড়ি ফিরতে সবচেয়ে বেশি মানুষ স্টেশনমুখী হবেন।
আগামী ৫ জুন ঈদ না হলে ৪ জুন সন্ধ্যা থেকে দেওয়া হবে পরের দিনের টিকিট।
সারাবাংলা/এসএ/এমআই