ফটোসাংবাদিক আতাউর রহমান বাবু আর নেই
২ জুন ২০১৯ ১৮:২৮
ঢাকা : জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আতাউর রহমান বাবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (২ জুন) বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জ্যেষ্ঠ এই সাংবাদিক শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গত শনিবার (১ জুন) থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুণী এই সাংবাদিক স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আতাউর রহমান বাবুর পরিবার সদস্যরা জানান, শনিবার রাত ৮টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রোববার (২ জুন)শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই সাংবাদিককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আতাউর রহমান বাবু’র সর্বশেষ কর্মস্থল ছিল ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। এর আগে তিনি ইত্তেফাক, বাংলাদেশ টুডেসহ আরও বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
আতাউর রহমান বাবুর বড় ছেলে জীবন আমীর ইংরেজি দৈনিক অবজারভারের ফটোসাংবাদিক।
পরিবার সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের বেলপাড়া নিজ গ্রামে রোববার বাদ এশা আতাউর রহমান বাবুর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গুণী এই ফটোসাংবাদিকের মৃত্যুতে সারাবাংলা ডটনেট পরিবার মর্মাহত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সারাবাংলা ডটনেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ও নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান।
সারাবাংলা/এইচএ/একে