Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলার সাবেক স্বামীকে এসিড নিক্ষেপ


৩ জুন ২০১৯ ০২:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরা তিন নম্বর সেক্টর এলাকায় এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন পাইলট এসএম পারভেজ সানজারী (৩৪)। তিনি সংগীত শিল্পী মিলার সাবেক স্বামী। রোববার (২ জুন) রাত ৮টার দিকে তার বাসার পাশে এ ঘটনাটি ঘটে।

পারভেজ জানান, তার বাসা উত্তরা তিন সেক্টর ৭/বি নম্বর রোডে। রাতে মোটরসাইকেল নিয়ে বাসার কিছুটা পাশে আসেন। এক যুবক তার মোটরসাইকেল থামিয়ে শরীরে দাহ্য জাতীয় পদার্থ ছুঁড়ে মারলে তার দুই হাত, দুই পা ও পেটের কিছু অংশ ঝলসে যায়।

পরে স্বজনরা চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যান।

পারভেজ অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী মিলার সহকারী জন পিটার কিম এই কাজটি করেছে। আর মিলাই এই কাজটি করিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে বিয়ে করেন পারভেজ-মিলা। বিয়ের দুই সপ্তাহ পর ছাড়াছাড়ি হয় তাদের। তারপর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মিলা সংবাদ সম্মেলনও করেন। কিছুদিন পর মিলার বিরুদ্ধে মামলাও করেন পাইলট পারভেজ।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পাইলট পারভেজের দুই পা, দুই হাত ও পেট ঝলসে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমআরপি

এসিড নিক্ষেপ পাইলট মিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর