Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘ইয়াবা বিক্রেতা’র মৃত্যু


৩ জুন ২০১৯ ০৯:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুফিজুর রহমান (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত মুফিজুর একজন ইয়াবা বিক্রেতা ছিলেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ জুন) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায়য় এ ঘটনা ঘটে। নিহত মুফিজ ওই এলাকার গোলাম আকবরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মুফিজকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে মুফিজের অনুসারীরা গুলিছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন মুফিজ। গুলিবিদ্ধ মুফিজকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

এই বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি। তিনি জানান, মুঠিজের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

টেকনাফে বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর