Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বার্ড হিটে’র কারণে শাহজালালে বিমানের জরুরি অবতরণ


৩ জুন ২০১৯ ১১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের একটি উড়োজাহাজ (ফাইল ছবি)

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর আবার বিমানবন্দরটিতে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিজি-১৪৩৩ বিমানটির চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।

সোমবার (৩ জুন) সকালে এ এই ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সারাবাংলাকে জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টায় চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় বিমানটি। টেক অফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বিমানটিতে বার্ড হিট (পাখির আঘাত) হয়েছে। ফলে পাইলট চট্টগ্রামের দিকে না গিয়ে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। সেখানে পরীক্ষা নীরিক্ষা শেষে আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বিমানটি। ফ্লাইটটিতে ৭০ জনের মতো যাত্রী ছিলো। তবে কেউ হতাহত হননি বলে জানান শাকিল মেরাজ।

বিজ্ঞাপন

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, শাহজালালে বিমানটি জরুরি অবতরণের কারণে সকাল ৯টার দিকে কিছু সময়ের জন্য বন্ধ ছিল রানওয়ে। যে কারণে বেশ কয়েকটি ফ্লাইট সময় অনুযায়ী অবতরণ করতে পারেনি। তবে এখন সব স্বাভাবিকভাবে চলছে।

সারাবাংলা/এসজে/এসএমএন

জরুরি অবতরণ বার্ড হিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর