Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব থেকে ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী


৩ জুন ২০১৯ ১২:৪৬ | আপডেট: ৩ জুন ২০১৯ ১২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: ফাইল

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের দেশ ফিনল্যান্ডের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন। তিন দিনের সরকারি সফর শেষে সোমবার (৩ জুন) সকালে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী লুফথানসা এয়ারের বিমানটি স্থানীয় সময় মধ্যরাতে ফিনল্যান্ডে অবতরণ করার কথা রয়েছে। পথে বিমানটি জার্মানির ফ্রাঙ্কফুর্টে চার ঘণ্টার যাত্রা বিরতি করবে। খবর বাসসের।

ফিনল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট সাইলি নিনিস্টোর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (৪ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হবে। সফর শেষে আগামী ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, জাপান-সৌদি আরব-ফিনল্যান্ড সফরের উদ্দেশে গত ২৮ মে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এরপর সৌদি আরবে ওআইসি সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/ এনএইচ

জাপান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ড বিদেশ সফর সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর