Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি হামলার হুমকি নেই, তবে প্রস্তুত সিএমপি


৩ জুন ২০১৯ ১৪:২৮

চট্টগ্রাম ব্যুরো: তিন বছর আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের অদূরে জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবার চট্টগ্রাম নগরীতে ঈদুল ফিতরের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। সুনির্দিষ্ট হুমকি না থাকলেও ঈদের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (০৩ জুন) সকালে চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বড় ঈদ জামাতের স্থান জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে সিএমপি কমিশনার সাংবাদিকদের এসব কথা জানান।

বিজ্ঞাপন

কমিশনার বলেন, ‘শোলাকিয়া ঈদগাহ মাঠে কয়েকবছর আগে যে জঘন্য ঘটনা ঘটেছিল, সেটা মাথায় রেখে আমরা যেকোনো হুমকিকেই গুরুত্ব দিচ্ছি। তবে কোনো হুমকি অনুভব করছি না। এরপরও সব ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুতি আমাদের আছে। আমাদের বিশেষায়িত বাহিনী সোয়াত, সিআরটি এবং বোম্ব ডিজপোজাল ইউনিট ঈদ জামাতের আশপাশে থাকবে, যাতে কিছু হলে আমরা মোকাবিলা করতে পারি।’

‘ঈদ জামাতে কিংবা ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনার কথা আমাদের জানা নেই। কোনো হুমকির কথাও জানা নেই। তবে যেকোনো হুমকি মোকাবিলায় আমরা প্রস্তুত।’ বলেন মো. মাহাবুবর রহমান।

ঈদের জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে সিএমপি কমিশনার আরও বলেন, জমিয়াতুল ফালাহতে আমরা এবার প্রথমবারের মতো দু’টি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছি। ২২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সচল ও সক্ষম হবে।

তিনি আরও জানান, তিনটি গেইট দিয়ে মুসল্লিরা এবার জমিয়াতুল ফালাহ ঈদগাহে প্রবেশ করবে। মোবাইল পার্টি, পেট্রোল পার্টির পাশাপাশি ছয়টি চেকপোস্ট সেখানে কাজ করবে, যারা মুসল্লিদের তল্লাশি করে ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে।

বিজ্ঞাপন

জায়নামাজ এবং বৃষ্টি হলে শুধুমাত্র ছাতা ছাড়া আর কোনো ব্যাগ বা বস্তু ঈদের জামাতে না আনতে মুসল্লিদের অনুরোধ করেছেন সিএমপি কমিশনার।

এছাড়া এবার রমজান জুড়ে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন কমিশনার। তিনি বলেন, ‘গভীর রাত পর্যন্ত নির্বিঘ্নে মানুষ শপিং করে বাসায় ফিরেছে। নগরবাসী বড় কোনো দুর্ঘটনার শিকার হয়নি। এবার ঈদের যাত্রাও সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। বাসে-ট্রেনে তেমন কোনো ভিড় নেই, নিরাপত্তাও ভালো।’

এসময় সিএমপি কমিশনারের সঙ্গে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, মেহেদী হাসান, হারুনুর রশীদ হাযারী এবং অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো.আব্দুর রউফ ও আসিফ মহিউদ্দিন, সহকারী কমিশনার নোবেল চাকমা ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএইচ

ঈদ জামাত ঈদ প্রস্তুতি ঈদে নিরাপত্তা চট্টগ্রাম সিএমপি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর