Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে কবর খোঁড়ার ৭মাস পর মাজার ভক্তের মৃত্যু


৩১ জানুয়ারি ২০১৮ ১৭:০২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৭:৪১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে কবর খোঁড়ার ৭মাস পর মাজার ভক্তের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, তাকে মৃত্যুর ৪ দিন পর দাফন করতে প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। মৃত ব্যক্তির নাম আব্দুল জব্বার।

আগামী শুক্রবার জানাযা শেষে নিজের খুঁড়ে যাওয়া কবরেই তাকে দাফন করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

আব্দুল জব্বারের ছেলে জানান, তার বাবা আব্দুল জব্বার তালুকদার (৬৮) মাজার ভক্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি ছেলেদের বলে গেছেন মৃত্যুর ৪ দিন পর যেনো তাকে দাফন করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী  শুক্রবার তাকে দাফন করা হবে।

এলাকাবাসী জানান, দুই দিন ধরে মরদেহ ঘরের ভেতর রাখা হয়েছে। আরো দুই দিন বরফ ছাড়া শুধু  কাফনের কাপড় পড়ানো এই মরদেহের কি অবস্থা হবে তা নিয়ে তারা চিন্তিত।

বৃদ্ধের ছেলে জামান জানান, মরদেহ পচে যাবার আশংকা থাকলেও কিছুই করা নেই তাদের। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চান। ৭ মাস আগে ঘরের ভেতর নিজের কবর খুঁড়েছেন এই মাজার ভক্ত। ১০ সন্তানের বাবা জব্বার খুলনার মনির কান পাগলার  মুরিদ ছিলেন বলেও জানান তার ছেলে।

সারাবাংলা/টিএম/জেডেএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর