সুদানে সহিংসতায় নিহত ৩৫, নির্বাচন আয়োজনের ঘোষণা সেনাবাহিনীর
৪ জুন ২০১৯ ১৫:১২
সুদানে আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও কয়েক শ। রাজধানী কার্তুমে সেনাবিরোধীদের ক্যাম্পে নিরাপত্তারক্ষীরা গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, তারা নয় মাসের মধ্যে দেশটিতে নির্বাচনের আয়োজন করবে। খবর বিবিসির।
এদিকে, বিরোধীদলগুলোর নেতাদের সঙ্গে হওয়া আগের সব চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তবে নির্বাচনের এই ঘোষণা সম্পর্কে আন্দোলনরত নেতারা কোনো মন্তব্য করেনি। তারা বলেছেন, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৫ মে বিরোধী জোট দ্য ডিক্লারেশন অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জ ফোর্সেস (ডিএফসিএফ) ও সেনাবাহিনী জানিয়েছিল তারা তিন বছরের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চেষ্টা করছে। তবে তা পরবর্তীতে তা আর বাস্তবায়িত হয়নি।
প্রসঙ্গত, তিন মাস ধরে টানা বিক্ষোভের পর সামরিক বাহিনীর সহায়তায় গত ১০ এপ্রিল ক্ষমতাচ্যুত করা হয় সুদানের প্রেসিডেন্ট ওমার আল-বশিরকে। বশির প্রায় দীর্ঘ তিন দশক ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তার পর থেকেই সুদানের রাজনৈতিক অঙ্গনে টানাপোড়ন চলছে।
সারাবাংলা/ এনএইচ