Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তানে ঈদ বুধবার


৪ জুন ২০১৯ ২১:৫৫

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে চাঁদের দেখা মিলেছে। তাই দেশটিতে আগামীকাল বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া, চাঁদ দেখা গেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও। সেখানেও আগামীকাল ঈদ উৎসব পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা।

মঙ্গলবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় দিল্লিতে চাঁদ দেখা গেছে। এছাড়া স্পষ্টভাবে চাঁদের দেখা মিলেছে কলকাতা ও ব্যাঙ্গালুরেও। ভারতে চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি।

বিজ্ঞাপন

পাকিস্তানের রায়ুত-ই-হিলাল কমিটি ঘোষণা দিয়েছে করাচিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এছাড়া, চাঁদ প্রত্যক্ষ করেছে কোয়েট্টা, বেলুচিস্তান ও লাহরের বাসিন্দারা।

এদিকে, সোমবার (৩ জুন) চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সারাবাংলা/এনএইচ

ঈদ ঈদুল ফিতর পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর