কুমিল্লায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
৫ জুন ২০১৯ ১০:০২
কুমিল্লা: কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (৫ জুন) সকাল সাড়ে আটটায় কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইবরাহিম। নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের উন্নতি, সমৃদ্ধি ও সু স্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করা হয়।
এতে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক ফজলুল হোসেন মীর ও জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন।
প্রধান ঈদ জামাত ছাড়াও নগরের মুন্সেফবাড়ি, পুলিশ লাইন জামে মসজিদ, সুজা বাদশা জামে মসজিদ, কাপ্তান বাজার জামে মসজিদ, জানু মিয়া জামে মসজিদ,দারোগাবাড়ি জামে মসজিদসহ কুমিল্লা সদর দক্ষিণ, বরুড়া, চান্দিনা, দেবিদ্বার, চৌদ্দগ্রামসহ ১৬টি উপজেলায় ঈদগাহ, মসজিদসহ ছোট বড় ৫৭২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/এমও