স্পেশাল করেসপন্ডেন্ট
রাজধানীর স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হওয়া নজরুল ইসলামকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরে তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এই অনুদান দেন।
বুধবার নজরুলের স্ত্রী সারাফ আনিকা হক মৌরি সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন। পিত্তথলির পাথর অপসারণ করতে গিয়ে চিকিৎসকরা তার ডিওডেনাম (পাকস্থলীর ঠিক নিচে ক্ষুদ্রান্তের প্রথম অংশ) ফুটো করে ফেলে। এরপর সেই তথ্য গোপন করে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে নজরুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
মো. নজরুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) এবং ধানমণ্ডি রেভিনিউ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। সম্প্রতি তাকে সরকারি কর্ম কমিশনে প্রেষণে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সারাফ আনিকা হক মৌরি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুলের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে আমি এবং আমার শাশুড়ি গণভবনে যাবো টাকা আনতে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ রাত ৯টায় নজরুলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুদান পেতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে। তাদের আন্তরিক প্রচেষ্টায় এই কাজ সহজ হয়েছে। আর স্কয়ার হাসপাতালের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: স্কয়ারের ভুল আর মিথ্যাচার, প্রাণ বাঁচানো দায় সরকারি কর্মকর্তার
সারাবাংলা/জেএ/এনএস