মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়
৫ জুন ২০১৯ ১৪:৫১
হিলি (দিনাজপুর) ও পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফের সদস্যরা।
বুধবার (৫ জুন) ঈদের সকালে সাড়ে ১০টায় দিনাজপুরের হিলিতে সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।
এসময় ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক বিএসএফ পতিরাম ব্যাটলিয়নের অধিনায়ক বিএস ন্যাগির হাতে ১০ প্যাকেট মিষ্টি তুলে দেন।
লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, সীমান্তের সোহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতে প্রতি বছর ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা মিষ্টিসহ বিভিন্ন উপহারের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেন ১৮ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা। পাশাপাশি জেলার অন্যান্য সীমান্ত পয়েন্টেও বিজিবির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা বিভিন্ন উৎসবে মিষ্টি উপহার দিয়ে রাখি। সেই ধারাবাহিকতা রেখে আজও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর
ঈদ শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা বিনিময় বিএসএফ বিজিবি মিষ্টি বিনিময় সীমান্তে ঈদ শুভেচ্ছা বিনিময়