যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় চীনের ভ্রমণ সতর্কতা
৫ জুন ২০১৯ ১৬:০২
একের পর এক বন্দুক হামলায় নাস্তানাবুদ যুক্তরাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ অস্ত্র আইন নিয়েও হচ্ছে সমালোচনা। এরই মধ্যে চীন জানিয়েছে, সেদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে সন্ত্রাস-ডাকাতি ও অস্ত্র সহিংসতার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর বিবিসির।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রায়ই চুরি-ডাকাতি-গোলাগুলির মতো ঘটনা ঘটছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ জরুরি ছিল। এছাড়া কিছুদিন যাবৎ মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো জবাবদিহিতার নামে চীনা নাগরিকদের বিব্রত করছে।
তাই পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনা দূতাবাস নিরাপত্তার কথা চীনাদের স্মরণ করিয়ে দিয়েছে। এটা চীন সরকারের দায়িত্ব বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
সারাবাংলা/এনএইচ