বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাগরদোলা কর্মচারির মৃত্যু
৫ জুন ২০১৯ ১৭:৫৭
ঢাকা: রাজধানী খিলগাঁয়ের দক্ষিণ বনশ্রীতে নাগরদোলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (২০) নামে এক তরুণ মারা গেছেন।
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাইদুলের বাড়ি শেরপুর জেলায়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সাইদুলের সহকর্মী মইনুদ্দিন জানান, ঈদ উপলক্ষে বনশ্রীর তিতাস রোডে একটি মাঠে মাসব্যাপী আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে তারা নাগরদোলায় কাজ করেন। সকালে নাগরদোলায় কাজ করার সময় সাইদুল বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ