Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ বাংলাদেশি তরুণীর ৪২ বছর কারাদণ্ড


৬ জুন ২০১৯ ১১:৫৮

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অপরাধে বাংলাদেশি তরুণী মোমেনা সোমাকে ৪২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৫ জুন) তাকে এ সাজা দেন মেলবোর্নে সুপ্রিম কোর্টের বিচারপতি লেসলি অ্যান টেইলর। খবর সেভেন নিউজের।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসে রজার সিংগারাভেলু নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ছুরি হামলা চালায় মোমেনা সোমা। বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় আসার ৯ দিন পর এই ঘটনা ঘটায় সে। লা ট্রবো ইউনিভার্সিটিতে ভাষাবিজ্ঞানে তার পড়াশোনা করার কথা ছিল।

বিজ্ঞাপন

মোমেনা পরবর্তীতে আদালতের কাছে শিকার করেন জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে তিনি হামলা চালিয়েছেন এবং তার এই ঘটনায় কোনো অনুশোচনা নেই। মোমেনা আরও জানান, আহত রজারকে হত্যার আগে সে বাসায় বালিশে ছুরি চালিয়ে প্র্যাকটিস করেছিল।

হামলায় ভুক্তভোগী আহত সিংগারাভেলু এক বিবৃতিতে বলেছেন, তিনি ও তার মেয়ে সেই দুঃসহ ঘটনা ভুলে থাকার চেষ্টা করছেন।

সারাবাংলা/ এনএইচ

অস্ট্রেলিয়া ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশি মোমেনা সোমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর