Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনী বছর, অ‌নেক ষড়যন্ত্র হ‌বে’


৩১ জানুয়ারি ২০১৮ ১৯:১৪

স্টাফ করেসপন্ডেন্ট

সদ্য ‌বিদায়ী আইজিপি একেএম শহীদুল হক ব‌লে‌ছেন, নির্বাচনী বছরে অ‌নেক ষড়যন্ত্র হ‌বে। সব ষড়যন্ত্র মোকা‌বিলা ক‌রে নাগ‌রিক‌দের ভোটা‌ধিকার নি‌শ্চিত করা, দে‌শে শা‌ন্তিপূর্ণ প‌রি‌বেশ ও শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যা‌লেঞ্জ। গতকা‌ল সু‌প্রিম‌কোর্ট এলাকায় পু‌লি‌শের ওপর হামলা একটি উদাহরণ।

পুলিশকে যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার বি‌কে‌লে পু‌লিশ সদর দফত‌রে বিদায়ী পুলিশ মহাপরিদর্শকের সংবর্ধনা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি ব‌লেন, দেশের নাগরিকরা এখনো পুরোপুরি সন্তুষ্ট না। ভু‌ক্তে‌ভো‌গীরা থানায় যেয়ে যেনো হয়রানির শিকার না হয়। সেবা দি‌তে পু‌লি‌শ যেনো বিলম্ব না করে।

তিনি আরও ব‌লেন, ৩২ বছর চাকরি জীবনে আমার কোনো হতাশা নেই। কারণ আমি সবার ভালবাসা পেয়েছি। আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। আপনারা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমি আপনাদের দোয়া চাই।
এরপর নবনিযুক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন একেএম শহীদুল হক।

সারাবাংলা/এসআর/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর