Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গোপন নথি’ ফাঁসের দায়ে বিচারের মুখোমুখি হতে পারে এবিসি


৬ জুন ২০১৯ ১৭:৩৮

আফগান যুদ্ধে অস্ট্রেলীয় সেনাদের অসদাচরণ ও হত্যার অভিযোগের স্পর্শকাতর গোপন নথি প্রকাশের দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে সংবাদমাধ্যম এবিসি ও প্রতিষ্ঠানটির দুই সাংবাদিককে। এর আগে তল্লাশি পরোয়ানা থাকায় বুধবার (৫ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এবিসি’র সিডনি সদর দফতরে অভিযান চালায় দ্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)

প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাইয়ে ‘আফগান ফাইলস’ নামে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ প্রকাশ করে এবিসি। ওই প্রতিবেদনগুলোতে আফগানিস্তানে অস্ট্রেলীয় বাহিনীর বেআইনি হত্যাকাণ্ডের অভিযোগ ‍ওঠে আসে। তবে পুলিশ বলছে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও স্পর্শকাতর নথি ফাঁসের দায়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এএফপি কমিশনার নেইল গগান জানান, পুলিশ বিষয়টি নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত করেছে। এবিসিতে অভিযানের বিষয়ে সরকারের কোনো চাপ নেই তাদের ওপর। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা বা মামলা দায়েরের কথা এখনই নাকচ করা যাচ্ছে না বলেও জানান তিনি।

গোপন নথি ফাঁস কোনো রাষ্ট্রীয় অপরাধ কি না এমন প্রশ্নের জবাবে গগান বলেন, হ্যাঁ অপরাধ হতে পারে। আবার জনস্বার্থের কথা চিন্তা করলে দায়মুক্তিও রয়েছে।

এবিসি ও প্রতিষ্ঠানটির সাংবাদিকদের তল্লাশির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার বিপক্ষে কি না এমন প্রশ্নের জবাবে নেইল গগান বলেন, আমরা সাংবাদিকদের ভয় দেখাতে চাচ্ছি এমন অভিযোগ অসত্য। ফেডারেল পুলিশ মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। অস্ট্রেলীয়দের সংবাদ সরবরাহে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুসন্ধান প্রক্রিয়া জটিল উল্লেখ করে নেইল গগান বলেন, আরও কিছু জায়গায় তল্লাশি চালানো হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এনএইচ

অস্ট্রেলিয়া এবিসি গোপন নথি ফাঁস

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর