Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে বোমা: খালেদার নিরাপত্তা নিয়ে রিজভীর উদ্বেগ


৬ জুন ২০১৯ ২১:৩৩

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় সেখানে চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বৃহস্পতিবার ভোরে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, ‘বিএসএমএমইউ থেকে বোমা উদ্ধারের সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে উদ্বিগ্ন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন। দেশের এই বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক চার বারের প্রধানমন্ত্রী বিএসএমএমইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রশাসনিক ভবনের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে বোমা উদ্ধার গোটা জাতিকে বিস্মিত ও হতবাক করেছে।’

বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার

তিনি বলেন, ‘এমনিতেই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে দেশবাসী চিন্তিত। তার মধ্যে হাসপাতালের ভেতর থেকে বোমা উদ্ধার বড় ধরনের মাস্টারপ্ল্যানেরই অংশ কিনা, তা নিয়ে তাদের মনে গভীর সংশয় ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বিএসএমএমইউর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কলাপসেবল গেটের ভেতরে রেজিস্ট্রারের কক্ষের সামনে কিভাবে দুস্কৃতিকারী বোমা রেখে যেতে পারে? এর পেছনে কোনো অশুভ উদ্দেশ্য রয়েছে কিনা, সেই প্রশ্নও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।’

রিজভী বলেন, ‘যে হাসপাতালে দেশনেত্রীর মতো একজন সর্বাধিক জনপ্রিয় নেত্রী ও চার বারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এতো ঠুনকো থাকার কথা নয়। তাহলে কোন উদ্দেশে বিএসএমএমইউতে নিরাপত্তা ব্যাবস্থা দুর্বল রাখা হয়েছে?’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই বোমা উদ্ধারের ঘটনায় প্রমাণ হলো যে, বেগম জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকার উদাসীন অথবা অন্য কোনো নীল নকশা অনুযায়ী কাজ হচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার জীবন ও নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ এসময় খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা জোরালো করার আহ্বানও জানান রিজভী।

সারাবাংলা/এজেড/এমও

খালেদা জিয়া নিরাপত্তা পেট্রোল বোমা বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর