Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌমুহনীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই


৭ জুন ২০১৯ ১১:২৬

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকার পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় কয়েকজন।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে চৌমুহনী, মাইজদী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তারা নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। মার্কেটে প্রায় দুইশ দোকান রয়েছে। অধিকাংশই পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে স্টুডিও, গ্লাসের দোকান, স্টেশনারী, আবাসিক হোটেল ও বসতঘর রয়েছে।

হুমায়ুন কবীর আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সারাবাংলা/এমএইচ/প্রমা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর