নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা
৭ জুন ২০১৯ ১২:৫৪
নরসিংদী: নরসিংদীর শিবপুরে নাজমা বেগম নামে (২৫) এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (৭ জুন) সকালে শিবপুরের একটি ভাড়া বাড়ির কক্ষ থেকে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গৃহবধূ নাজমা বেগম রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে ও নজরুল ইসলামের স্ত্রী। নাজমা বেগমের এক বছরের একটি ছেলে রয়েছে।
এলাকাবাসী ও শিবপুর থানা সূত্রে জানা গেছে, গার্মেন্টস কর্মী কুড়িগ্রামের বুড়িমারি থানার নজরুল ইসলামের সঙ্গে রায়পুরার উত্তর বাখরনগর গ্রামের নাজমা বেগমের বিয়ে হয় কয়েকবছর আগে। গত মাসে শিবপুর উপজেলার কারারচরের একটি ভাড়া বাসায় ওঠে তারা। বৃহস্পতিবার রাতে নজরুল ইসলাম স্ত্রীকে গলা কেটে হত্যার পর ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এসআই আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এমএইচ