Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল


৭ জুন ২০১৯ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমি ফাইনালে উঠেন সুইস তারকা রজার ফেদেরার। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল জাপানের কেই নিশিকোরিকে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠেন। ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (৭ জুন) ফেদেরারের বিপক্ষে ৩৯তম দ্বৈরথে নেমেছিলেন টেনিসের আরেক সুপারস্টার রাফায়েল নাদাল।

সেমি ফাইনালের প্রথম সেটে ৬-৩ গেমে হেরে বসেন ফেদেরার। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হারতে হয় ৬-৪ গেমে। তৃতীয় সেটে ৫-১ গেমে এগিয়ে যান নাদাল। কিছুটা ঘুরে দাঁড়ান ফেদেরার। তবে, শেষ রক্ষা হয়নি। ফেদেরার শেষ সেটটি হারেন ৬-২ গেমে।

২০১১ সালের পর প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে মুখোমুখি হন তারা। চার বছরে প্রথমবার রোলাঁ গাঁরোতে খেললেন ফেদেরার। ২০১৬ সালে পিঠের চোটে খেলেননি। আর গত দুই আসরে বিশ্রামে থাকতে নিজেই সরে দাঁড়ান। ২০১২ সালের পর প্রথমবার প্যারিসের এই কোর্টে সেরা চারে নাম লেখান ফেদেরার।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে ফেদেরারের জেতা ২০টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফরাসি ওপেনের শিরোপা মাত্র ১টি। ৩৭ বছর বয়সী এই তারকা ২০০৯ সালে ট্রফিটি জিতেছিলেন। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনে এনিয়ে ১২তম সেমি ফাইনালে নামেন নাদাল। সেরা চারে এর আগে ১১ বার উঠে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। সব মিলিয়ে নাদাল সুইস প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিলেন ২৩-১৫ ব্যবধানে। এই টুর্নামেন্টে ফেদেরারের বিপক্ষে আগের পাঁচবারের দেখায় সবগুলো জিতেছেন ১১ বারের চ্যাম্পিয়ন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর