Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে নিখোঁজের পরদিন স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার


৮ জুন ২০১৯ ১৬:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পরদিন স্কুলছাত্রী লামিয়া খাতুনের (৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লামিয়া খাতুন পশ্চিমপাড়া মহল্লার ভ্যানচালক রানা শেখের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম জানান, লামিয়া শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। রোববার সকালে বাড়ির পাশে একটি পুকুরে লামিয়ার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ওসি দেওয়ান কওশিক আহমেদ জানান, ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমএইচ

সিরাজগঞ্জ স্কুলছাত্রীর মরদেহ

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর