Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেবে ট্রাম্প


৬ ডিসেম্বর ২০১৭ ১১:৩১

সারাবাংলা ডেস্ক

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে আজ ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে এখনই যুক্তরাষ্ট্র নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিচ্ছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের বাদশা আবদুল্লাহসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
এদিকে জর্ডান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে পরিণতি ভালো হবে না।

জেরুজালেম ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের কাছে পবিত্র স্থান। এ নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছে। ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করে আসছে। অপরদিকে ফিলিস্তিনিরা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে জেরুজালেমের পূর্বাঞ্চলকে দেখতে চায়।

/এমএইচটি

জেরুজালেম ইসরায়েলের রাজধানী


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর