নুসরাত হত্যাকাণ্ডে ওসি মোয়াজ্জেম গ্রেফতার হবে: কামাল
৯ জুন ২০১৯ ১৩:০১
ঢাকা: নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। তিনি ওসি বা জনপ্রতিনিধি যেই হোন না কেন?’
রোববার (৯ জুন) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুয়েকটি দূর্ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ঈদের সময় কোস্টগার্ড, পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর ছিলেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্বিঘ্ন নিরাপত্তায় পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল বলেও জানান মন্ত্রী।
এদিকে, সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিমানের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ ইমিগ্রেশন পার হওয়ার সময় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন। এ সময় পাসপোর্ট চাওয়া হলে সেটি তার ব্যাগেই আছে বলেও জানান। এ ঘটনায় দায়িত্বরত ইমিগ্রেশন অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/জেএএম
ওসি মোয়াজ্জেম নুসরাত হত্যাকাণ্ড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল