কঠোর নিরাপত্তার কারণেই নির্বিঘ্নে ঈদ উৎসব: ডিএমপি কমিশনার
৯ জুন ২০১৯ ১৮:১৩
ঢাকা: কঠোর নিরাপত্তার কারণেই ঢাকাবাসী এবারের ঈদ উৎসব নির্বিঘ্নে পালন করতে পেরেছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার (৯ জুন) সকাল ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ডিএমপি কমিশনার একথা জানান।
কমিশনার বলেন, ‘পুলিশের আন্তরিকতা, পেশাদারিক প্রচেষ্টা ও দায়িত্ব পালনের কারণে নগরীর প্রায় দুই কোটি লোক উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন।’
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘ঈদ যাত্রা ও নিরাপত্তায় আমাদের আন্তরিকতা কম ছিল না। যারা ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নিজ গ্রামে গিয়েছেন, তাদের যাত্রা এবার অনেক ভালো ও আরামদায়ক ছিল। ঈদ করে যারা ফিরবেন তাদের যাত্রাও ভালো এবং আরামদায়ক হবে। ঈদের মধ্যে ফাঁকা বাসা-বাড়ি, মার্কেট বিশেষ করে স্বর্ণ মার্কেটের নিরাপত্তা বিধান আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। আমাদের কঠোর নিরাপত্তার কারণে বড় কোন ধরনের চুরি, ডাকাতি এই সময়ে হয়নি। আমাদের ক্রাইম বিভাগ, ডিবি, সিটিটিসি, ট্রাফিক বিভাগসহ সবাই নিরাপত্তা দিতে কাজ করেছে।’
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন এলাকায়, মহল্লায় মহল্লায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করেও অপরাধীদের অবাধ চলাচলে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে ভালো ছিল। আপনারা ঈদে অনেক কষ্ট করেছেন। ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে যানজটকে সহনীয় পর্যায়ে রেখেছে।’ এসময় তিনি সবাইকে আবার নতুন উদ্যমে কাজ শুরু করার আহ্বান জানান।
সারাবাংলা/ইউজে/এমও