Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর কর্মমূখীতাই হবে মৌলবাদীদের কটূক্তির জবাব: প্রধানমন্ত্রী


১০ জুন ২০১৯ ০১:২৮ | আপডেট: ১০ জুন ২০১৯ ০৩:৪৯

ঢাকা: নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করার মাধ্যমেই মৌলবাদীদের কটূক্তির জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যেসব গোষ্ঠী নারীদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কাজের মাধ্যমেই উপযুক্ত জবাব দিতে হবে। কর্মমুখী নারীই হবে মৌলবাদীদের কটূক্তির উপযুক্ত জবাব। ’

রোববার (৯ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের কিছু মৌলবাদী গোষ্ঠী ইউটিউবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের বিরুদ্ধে কটূক্তি ও নাস্তিক-আস্তিক বিতর্ক তৈরি করে দেশে ধর্মীয় সংঘাত ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এদের ব্যাপারে রাষ্ট্র কি ব্যবস্থা নিতে পারে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, ‘কে কি বললো সেটা নিয়ে চিন্তা না করে নারীর ক্ষমতায়ন, নারীদের স্বাধীনতা ও নারীদের সব দিক থেকে সুযোগ-সুবিধা করে দেওয়াই হচ্ছে আমাদের প্রকৃত কাজ, এটাই হচ্ছে জবাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের নারী পাইলট আছে, নারী আর্মি অফিসার আছে, মেজর জেনারেল আছে। যোগ্যতা অনুসারে নারীদের আমরা সব জায়গায় উঠিয়ে নিয়ে আসছি। এটাই মৌলবাদীদের কটূক্তির প্রতি উপযুক্ত জবাব।’

মুসলমান মুসলমানদের হত্যা করছে: প্রধানমন্ত্রী

ওআইসিভুক্ত দেশগুলো নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বিশ্বে মুসলমান মুসলমানদেরকে হত্যা করছে। আমাদের ভিতরে যদি কোন দ্বন্দ্ব থাকে, আমাদের উচিত বসে আলোচনা করে সেগুলো সমাধান করা। ওআইসির এ ব্যাপারে আরও উদ্যোগ নেওয়া দরকার। আমাদের সমস্যাগুলি যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি তাহলে এই আত্মঘাতি সংঘাত আর রক্তপাত হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যে আত্মঘাতি সংঘাত করে যাচ্ছি, একে অপরকে খুন করছি, এতে রণক্ষেত্র হচ্ছে মুসলিম দেশগুলো। আর এতে লাভবান হচ্ছে অস্ত্র যারা তৈরি ও সরবরাহ করছে তারা। এটা ওআইসিকে বন্ধ করতে হবে। এই দাবীটা আমি সবসময় রেখে যাচ্ছি ও ভবিষ্যতেও রেখে যাবো।’

তিনি আরও বলেন, ‘আমি জানি এসব বলার কারণে অনেক সমস্যা হতে পারে কিন্তু তারপরও যেটা বাস্তব ও সত্য, আমি সেটাই বলবো। কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া কারও কাছে আমি মাথা নত করি না, করবোও না।’

সারাবাংলা/ওএম

 

 

কর্মমুখী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর