Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকের ভ্রাম্যমাণ আদালতে হামলায় নেতৃত্বদাতা ‘বন্দুকযুদ্ধে’ আহত


১০ জুন ২০১৯ ১৩:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. জসিম ওরফে পানি জসিম (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। আহত জসিম গত রমজানে ফুটপাত দখলমুক্ত করতে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা মামলার প্রধান আসামি।

রোববার (৯ জুন) গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর পাহাড়ে এই বন্দুকযুদ্ধ হয়েছে।

নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারি কমিশনার পরিত্রাণ তালুকদার সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, গত (রোববার) রাত সোয়া ২টার দিকে জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে চন্দ্রনগর পাহাড় সংলগ্ন চৌধুরীনগরে অবস্থান করছিল। তারা কোনো অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে আমরা সেখানে যাই। সেখানে উভয়পক্ষে গোলাগুলি হয়।

ওসি’র দাবি, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে জসিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে, তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জসিমকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আতাউর।

গত ১৩ মে দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়ি ভাংচুরের পাশাপাশি হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটকের পর তিনজনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারি কমিশনার পরিত্রাণ তালুকদার সারাবাংলাকে জানিয়েছেন, পুলিশসহ সংশ্লিষ্টদের উপর হামলার ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জসিম।

এলাকায় জসিম কুখ্যাত চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজির আরও অন্তত চারটি মামলা আছে।

জসিমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তবে, নগরীর বায়েজিদ এলাকায় তার ছয়তলা ভবন আছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর