Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে ভাবিকে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড


১০ জুন ২০১৯ ১৫:৪১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ভাবিকে কুপিয়ে হত্যার মামলার দেবর আজহারুল ইসলাম মিলনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুন) কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জুন সকাল সাড়ে ১০ টার দিকে পারিবারিক কলহের জের ধরে আজহার তার বড়ভাই বাবুলের স্ত্রী তাসলিমা আক্তারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। গুরুতর আহত তাসলিমাকে দ্রুত রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আজহারুল নিজেই ঘটনার দিন দুপুরের দিকে পাকুন্দিয়া থানায় আত্মসমর্পণ করেন। পরদিন তাসলিমার ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত তাসলিমা পাকুন্দিয়া সদরের ছয়ছির গ্রামের ফজর আলী ও সৈয়দ বানুর মেয়ে।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শেখ জিয়াউল রাব্বী।

শুনানি শেষে ঘটনার প্রায় পাঁচ বছর পর সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

সারাবাংলা/এসএমএন

ভাবীকে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর