কাল শুরু ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন
১০ জুন ২০১৯ ১৬:৫৬
ঢাকা: মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১১ মে এ অধিবেশন আহ্বান করেছেন।
এ অধিবেশনে ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপন করার কথা রয়েছে। এরইমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উত্থাপনের এ তারিখ ঘোষণা করেন।
এদিকে, একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকা ও তার আশেপাশের সড়কে সভা সমাবেশ মিছিল মিটিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। ১০ জুন সোমবার দিবাগত রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সোমবার (১০ জুন) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্টোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেন। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১১ জুন সংসদ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় সব ধরণের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
সারাবাংলা/ইউজে/জেএএম