রোদ বেড়েছে, বাড়বে গরমও
১০ জুন ২০১৯ ২২:১৫
ঢাকা: গত কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি মিললেও আবারও আধিপত্য বিস্তার শুরু করেছে রোদ। এ কারণে আগামী দু-একদিনের মধ্যে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
সোমবার (১০ জুন) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা েগেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, দু-একদিনের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। এসময় রোদের তীব্রতা বাড়বে, ফলে বাড়বে গরমও। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বেশকয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।
শাহিনুল ইসলাম বলেন, ‘আষাঢ়ের প্রথম দিন পর্যন্ত রোদের আধিপত্য থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় বিচ্ছিন্নভাবে দেশের দু-একটি জায়গায় বৃষ্টিপাত হলেও রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে নতুন করে মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে।’
তবে বর্ষার শুরুর আগেই বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর মেঘ উড়ে আসারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে রোদ থাকলেও ঢাকার পরিবেশ অপেক্ষাকৃত শীতল থাকার সম্ভাবনাই বেশি।
সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিসের মেঘ মানচিত্র অনুযায়ী, ১৬ জুন বাংলাদেশে বর্ষা প্রবেশ করবে। এল নিনো বা প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বেশি থাকায় এবার শুরুর দিকে বর্ষার প্রভাব বেশ দুর্বল থাকবে।
তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের পরিবেশে এল নিনোর প্রভাব তেমন একটা পড়বে না।
সারাবাংলা/টিএস/পিটিএম