Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ: আইজিপি


১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৭

স্টাফ করেসপন্ডেন্ট

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ প্রধান সদর দফতরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচনী পরিবেশ তৈরি একটি চ্যালেঞ্জ মন্তব্য করে ‌তি‌নি বলেন, প্রতিটি দিনই আমাদের জন্য চ্যালেঞ্জ। পু‌লি‌শে যখন কেউ যোগ দেন, তখন থে‌কেই  নতুন নতুন চ্যা‌লে‌ঞ্জের জন্য প্রস্তুত থা‌কেন। নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাজ। আমাদের কাজ জানমালের নিরাপত্তা দেওয়া। জননিরাপত্তা বিধানের জন্য পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে।

থানায় সেবার মান বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘পুলিশের মূল দায়িত্ব মানুষের সেবা দেওয়া। তার মূলক্ষেত্র হচ্ছে থানা। থানায় সেবার মান বৃদ্ধির জন্য আমরা অফিসারদের সঙ্গে কথা বলেছি। কী কী কাজ করলে থানায় সেবার মান বৃদ্ধি পাবে, সে ব্যাপারে পরে বিস্তারিত আপনাদের জানাতে পারবো।’

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আমাদের বিশেষ ইউনিট রয়েছে। পুলিশ র‌্যাব, সিআইডি, ডিবি প্রত্যেকটি বিভাগেই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ইউনিট রয়েছে। কিন্তু এতে আমারা খুশি না। এ অপরাধের মাত্র যেভাবে বাড়ছে, তাতে আমাদের সক্ষমতাও বৃদ্ধি করতে হবে।’

জঙ্গিবাদ দমনের বিষয়ে জাবেদ পাটোয়ারি ব‌লেন, জঙ্গিবাদ এবং মাদকের বিস্তার আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। তবে জঙ্গিবাদ দমনে পুলিশ যে সফলতা দেখিয়েছে তা ‌বি‌শ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বি‌শ্বে যখন কোনো সম্মেলন হয় তখন সেখানে বাংলাদেশ পুলিশের বেশ প্রশংসা হয়ে থাকে। বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এখনও কাজ করে যাবে। জঙ্গিবাদ দমনে পুলিশ, র‌্যাব এবং ফায়ার সার্ভিসের যে আটজন সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

পুলিশ সদস্যদের অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের দুই লাখের বেশি পুলিশের মধ্যে কতিপয় সদস্য জড়িয়ে পড়তে পারে। যারাই জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আর পুলিশ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসআর/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর