Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দানিয়ুবে নৌ দুর্ঘটনা: আরও ৪ মৃতদেহ উদ্ধার


১১ জুন ২০১৯ ১৫:৪৬

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ঐতিহাসিক দানিয়ুব নদীতে ডুবে যাওয়া নৌযানটি উদ্ধার করেছে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ধ্বংসপ্রাপ্ত নৌযান থেকে উদ্ধার করা হয়েছে অন্তত আরও ৪টি মৃতদেহ। খবর বিবিসির।

এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২০-এ। গত ৩০ মে অধিকাংশ দক্ষিণ কোরীয় পর্যটকবাহী নৌযানটি উল্টে যায়। ডুবে যাওয়া ওই নৌকায় ৩৩ জন যাত্রী ছিলেন।

দানিয়ুবের তীব্র স্রোতের কারণে এতদিন উদ্ধার তৎপরতা বাধাপ্রাপ্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে ভাসিয়ে তোলা হয়েছে। উদ্ধার করা মৃতদেহ দক্ষিণ কোরীয় যাত্রী ও হাঙ্গেরিয়ান ক্যাপ্টেনের বলে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।

ডুবে যাওয়া নৌযানটির নাম ভাইকিং সিগান। এটি দুইতলা বিশিষ্ট ও যাত্রী ধারণক্ষমতা ৪৫ জন।

সারাবাংলা/এনএইচ

দানিয়ুব নদী নৌ দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর