Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরাতন কারাগারের লেক থেকে মরদেহ উদ্ধার


১২ জুন ২০১৯ ০৩:৩৫

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের লেক থেকে আজমেরি আক্তার (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি ওই নারী মানসিক রোগী ছিলেন। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জাহিদুল ইসলাম জানান, মৃত আজমেরির বাসা বংশালের আবুল হাসনাত রোডে। দীর্ঘ ৫-৬ বছর তিনি মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসা চলতেছিল। মাঝে মধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যেতেন কিন্তু আবার  ফিরে আসতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিকে তিনি বাসা থেকে একা বের হয়ে যান। ছাদে আছে ভেবে তার পরিবারের লোকজন আর খোঁজ নেয়নি। পরে অনেকরাত হওয়াতে পরিবার তাকে খোঁজা শুরু করে। তার কাছে ফোন ছিল কিন্তু কল দিয়েও পায়নি। কারাগার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত আজমেরির বাবা বাহার উদ্দিন থানায় গিয়ে তার মেয়ের মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই জাহিদুল ইসলাম।

সারাবাংলা/এসএসআর/কেকে/এমএইচ

পুরনো কারাগার মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর