অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১২ জুন ২০১৯ ১৭:৪২
চট্টগ্রাম ব্যুরো: অনুমোদন ছাড়া ভবন নির্মাণের মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে এক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ জুন) সিডিএতে দায়িত্বরত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এই আদেশ দিয়েছেন।
পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ জিয়াদ রহমান নগরীর দামপাড়ায় এম এম আলী সড়কে অনুমোদন ছাড়া তিন তলা একটি ভবন নির্মাণ সংক্রান্ত মামলার আসামি। জিয়াদ দামপাড়ায় ম্যানোলা পাহাড়ের মালিক বলে সিডিএ সূত্র জানিয়েছে।
আদালতের পেশকার মো. ফয়েজ সারাবাংলাকে জানান, একতলা ভবনের অনুমোদন নিয়ে তিনতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করায় জিয়াদের বিরুদ্ধে গত ২৫ মার্চ বিশেষ আদালতে মামলা দায়ের করেন সিডিএর পরিদর্শক স্বপন চন্দ্র ভৌমিক। ওই মামলায় জিয়াদ বুধবার (১২ জুন) পর্যন্ত জামিনে ছিলেন। মেয়াদের শেষদিনে বুধবার তার আদালতে হাজিরের কথা ছিল।
কিন্তু জিয়াদ আদালতে হাজির না হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সারাবাংলা/আরডি/এমআই