Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে দুই মাছ ধরা ট্রলারের সংঘর্ষে চালকের মৃত্যু


১২ জুন ২০১৯ ১৮:০৩

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে দুটি মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলারের চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্য ট্রলারটির চালক।

নিহত চালকের নাম আনসার পত্তনদার (৪৮)। আহত চালকের নাম শেখ আখতার (১৮)।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চরকল্যানপুরে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

হরিরামপুর ইউনিয়নের জমশের পত্তনদারের ছেলে আনসার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আহত আখতার একই গ্রামের শেখ মোতালেব এর ছেলে। তারা দুজনই নদীতে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন।

হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমীর হোসেন খান জানান,  ওই স্থানে নদীর বাঁকে আনসার এর ট্রলারের সঙ্গে উল্টোদিক থেকে দ্রুতগতিতে শেক আখতারের মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারের সুঁচালো মাথা আনসারের পেটে ঢুকে যায়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএমএন

ট্রলার চালক দুই ট্রলারের সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর