Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা


১২ জুন ২০১৯ ১৮:৩৯

চট্টগ্রাম ব্যুরো: বেআইনিভাবে আনা ১১ ধরনের বিদেশি ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইপিক মার্কেটের ফার্মেসিগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এতে নেতৃত্ব দেন।

ফার্মেসি তিনটি হচ্ছে-গাজী ফার্মেসি ও সার্জিক্যাল, সাথী মেডিকেল হল ও ডায়মন্ড ফার্মেসি।

আলী হাসান সারাবাংলাকে জানান, তিনটি ফার্মেসিতে ১১ ধরনের বিদেশি ওষুধ পাওয়া গেছে, যেগুলো বৈধভাবে আমদানি করা হয়নি। এই ওষুধ বিক্রির অনুমোদনও নেই। সাথী মেডিকেল হলের কোনো ড্রাগ লাইসেন্স নেই। তিনটি ফার্মেসিতে ক্যাশ মেমো ছাড়া ওষুধ বিক্রি করা হচ্ছে। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থাও নেই।

এসব অপরাধে ড্র্যাক্ট অ্যাক্ট, ১৯৪০ অনুয়াযী গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রামে ভ্রাম্যমান আদালত জরিমানা ফার্মেসিকে জরিমানা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর