বন সংরক্ষণে প্রচলিত আইনের যথাযথ বাস্তবায়নের সুপারিশ
১২ জুন ২০১৯ ১৯:১৯
সংসদ ভবন থেকে: বন সংরক্ষণের জন্য প্রচলিত সব আইনের যথাযথ বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (১১ জুন) সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
এছাড়া বৈঠকে আগামী অক্টোবরের মধ্যে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ সংসদে পাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
আলোচনা শেষে মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তা নিয়োগের পর থেকে কতদিন কর্মরত আছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, বন শিল্প করপোরেশন দেশ-বিদেশে ৪ হাজার ৮৬৫ দশমিক ৫০ মেট্টিক টন রাবার বিক্রি করে সর্বমোট ৫৩ দশমিক চার কোটি টাকা আয় করেছে।
বৈঠকে বনশিল্প উন্নয়ন করপোরেশনের কার্যক্রম, আমিন বাজারের ডাম্পিং স্টেশনের সমস্যা নিরসনে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন ও গৃহীত ব্যবস্থা, নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেস প্রকল্প) প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, মো. মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এমআই