বিএনপির নির্বাহী কমিটির সভা লা মেরিডিয়ানে
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৫
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় নির্বাহী কমিটির সভার জন্য নতুন ভেন্যু ঠিক করেছে বিএনপি। আগামী ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সভা হবে।
নির্বাহী কমিটির সভার জন্য এর আগে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার রাজদর্শন হল ঠিক করেছিল বিএনপি। কর্তৃপক্ষ বুকিং বাতিল করায় নতুন ভেন্যু ঠিক করল দলটি।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠিত নতুন নির্বাহী কমিটি প্রায় ২ বছর পর এই সভা করছে। সভায় খালেদা জিয়ার মামলার রায় ও পরবর্তী করণীয় নির্ধারণসহ দলের গঠনতন্ত্রের সংশোধনী নিয়ে আলোচনা হবে।
রিজভী বলেন, ‘আমরা চারদিকে খবর নিয়েছি। যেসব জায়গায় নির্বাহী কমিটির সভা হয়ে থাকে সেখানে কোথাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে লা মেরিডিয়ানে নিতে হয়েছে।’
“আমরা ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মহানগর নাট্যমঞ্চ, পূর্বাণী হোটেল ও বসুন্ধরায় স্থান চেয়েছিলাম। বসুন্ধরায় টাকাও জমা দেয়া হয়েছিল। তারপর তারা টাকা ফেরত দিয়ে বলেছে, সেখানে সংস্কারের অনেক কাজ বাকি আছে, জায়গা দেওয়া যাবে না। তারপর আমরা আরও খুঁজতে থাকি। অবশেষে লা মেরিডিয়ান পেয়েছি। তারা অনুমতি দিয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে’- বলেন রিজভী।
তিনি আরও জানান, কিছুক্ষণ আগে দলের মহাসচিব জানিয়েছেন লা মেরিডিয়ান নিশ্চিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নির্বাহী কমিটির সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা এ জেড এম জাহিদ হোসেন, আতাউর রহমান ঢালী, ডা আবদুল কুদ্দুছ, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আসাদুল করিম শাহীন প্রমুখ।
সারাবাংলা/এজেড/এমএ